পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত: দুর্ভোগে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 26-01-2022

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত: দুর্ভোগে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ

মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা নামতেই শীতের তীব্রতা বেড়ে যায়।

তীব্র শীতে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না। ফলে কাজে যোগ দিতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।

খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এ পরিস্থিতিতে তারা দ্রুত সরকারি—বেসরকারি সহায়তা কামনা করেছেন।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে ঘনকুয়াশা থাকার কারণে জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেখা গেছে।

রিকশাচালক মানিক জানান, ঘনকুয়াশার মধ্যে রিকশা নিয়ে বের হয়েছি। তীব্র শীতে যাত্রীরা বাড়ি থেকে বের হয় না। ভাড়াও পাচ্ছি না। কীভাবে চলবো কুল—কিনারা পাচ্ছি না।

দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর এলাকার লাবু চৌধুরী জানান, ঘনকুয়াশা কারণে রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। মোটরসাইকেল চালাতে খুব সমস্যা হচ্ছে। মোটরসাইকেল নিয়ে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় আসতে সময় লাগে ১ ঘণ্টা সেখানে ঘনকুয়াশার থাকার কারণে পঞ্চগড়ে আসতে সময় লেগেছে পুরো ২ ঘণ্টা। ঘনকুয়াশার সঙ্গে প্রচণ্ড শীত, এতে গায়ের কাপড়ে ভিজে যাচ্ছে। কাজের জন্য এই শীতের মধ্যে আসতে হচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ইনচার্জ মো. রাসেল শাহ জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]