রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ দুই নারী মাদক কারবারী গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল সোয়া ৩টায় গোদাগাড়ী থানাধীন শ্রীমন্তপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবির ইন্সপেক্টর আতিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে ৭১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোসা: মুক্তি পারভিন (২১) ও মোসা: মনোয়ারা বেগম (৫২)।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিমের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর), মো. ইফথেখায়ের আলম।
তিনি জানান, মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, গাদাগাড়ী থানাধীন শ্রীমন্তপুর এলাকা হয়ে দুইজন নারী মাদক কারবারী মাদক নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭১৫ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের মুখপাত্র।