সড়ক দুর্ঘটনায় প্রার্থী নিহত, চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-01-2022

সড়ক দুর্ঘটনায় প্রার্থী নিহত, চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গাবতলী উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন একথা জানান। 

তিনি বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী মৃত্যবরণ করায় সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে সাধারণ ও সংরক্ষিত নারী আসনে সদস্য পদের নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। এই ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩১ জানুয়ারি। 

বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারণায় অংশ নিতে যাওয়ার পথে বুধবার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক ওরফে গোল্লা (৫৫) নিহত হন। বুধবার বিকেলে বগুড়া-গাবতলী সড়কে খলিশাকুড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল পাঁচটার দিকে চিকিৎসকেরা আশরাফুল হককে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুল হক ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত গাবতলী উপজেলার নবগঠিত সুখানপুকুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী ছিলেন। তাঁর বাড়ি গাবতলী উপজেলার ডঁওর গ্রামে। তিনি গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ছিলেন। 

গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম বলেন, আশরাফুল হক উপজেলার নেপালতলী ইউপির সাবেক সদস্য এবং নেপালতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এবার তিনি নবগঠিত সুখানপুকুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম বলেন, ইউপি নির্বাচনে প্রারণায় অংশগ্রহণের জন্য বুধবার বিকেলে আশরাফুল বগুড়া শহর থেকে উপজেলার সুখানপুকুর বাজারের দিকে ফিরছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আশরাফুল মারা যান। বিকেল পাঁচটার দিকে তাঁকে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]