ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৬তম বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জনসভা আজ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 16-05-2022

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৬তম বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জনসভা আজ

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৬তম বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জনসভার আয়োজন করা হয়েছে। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের উদ্যোগেসোমবার (১৬ মে) বিকেল ৪টায় নগরীর পদ্মা পাড়ে লালন শাহ মুক্ত মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। রোববার (১৫) দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেণ্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সভাপতিত্ব করবেন ফারাক্কা লংমার্চ উদযাপন কমিটির আহবায়ক মাহবুব সিদ্দিকী। এছাড়া জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক,  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি,রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কাশেমসহ আরো অনেকে বক্তব্য রাখবেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ফারাক্কা লংমার্চ উদযাপন কমিটির আহবায়ক ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী। অন্যদের মধ্যে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, বিশিষ্ট চিকিৎসক ওয়াসিম হোসেন, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী, ব্যবসায়ী তৌফিকুর রহমান লাবলু, ফরিদ মামুদ হাসান, হোসেন আলী পিয়ারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

রাজশাহীর সময়/এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]