রাজশাহীতে শ্রমিক নেতা হত্যায় পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ


মঈন উদ্দীন , আপডেট করা হয়েছে : 24-05-2022

রাজশাহীতে শ্রমিক নেতা হত্যায় পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

রাজশাহীর পুঠিয়ার শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া অভিযোগপত্র বাতিল করে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ‘আসামিদের রক্ষার উদ্দেশ্য’ ওই অভিযোগপত্র দাখিল করায় পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা শামীম আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে বলেছে আদালত। পাশাপাশি আটজনকে আসামি করে নুরুল ইসলামের মেয়ের দায়ের করা এজাহার আমলে নিয়ে এ মামলা নতুন করে তদন্ত করতে আগামী ১০ দিনের মধ্যে নতুন একজন তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দিতে বলা হয়েছে পিবিআইকে। গত বছর এ বিষয়ে দেওয়া এক রুল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়।

নুরুল ইসলামের মেয়ে, মামলার বাদী নিগার সুলতানার পক্ষে এদিন আদালতে ছিলেন আইনজীবী মো. আবুবকর সিদ্দীক ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল। আইনজীবী বকর পরে বলেন, পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মো. শামীম আক্তারের তদন্ত ও চার্জশিটটি উদ্দেশ্যপ্রণোদিত বলে রায় দিয়েছে আদালত, এবং আসামিদের রক্ষা করার উদ্দশ্যে এই চার্জশিট দাখিল করা হয়েছে বলে আদালত আদেশ দিয়েছে। এই জন্য চার্জশিটটি বাতিল করে দিয়েছে।

তিনি বলেন, আদালত ওই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে পিবিআইকে বিভাগীয় মামলা করার নির্দেশ দিয়েছে। বাদীর দায়ের করা নামসহ এজাহার গ্রহণ করে নতুন করে তদন্ত করতে নির্দেশ দিয়েছে। এর ফলে আর কোনো তদন্তকারী কর্মকর্তার বলার সুযোগ নেই যে, তার কাছে আসল এজাহারটি নেই।

২০১৯ সালের ১১ জুন সকালে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকার ‘এসএস ব্রিক ফিল্ড’ নামের একটি ইটভাটা থেকে শ্রমিক নেতা নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নুরুল ইসলামের মেয়ে নিগার সুলতানা থানায় এজাহার দাখিল করলেও পুলিশ তার এজাহার না নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাখে বলে তিনি পরে অভিযোগ করেন।

থানার কোনো তৎপরতা না দেখে নুরুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম পুঠিয়া উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী মামলা করেন। এই মামলার শুনানির সময় পুঠিয়া থানা নিগার সুলতানার সই করা একটি এজাহার আদালতে দাখিল করে, যাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি দেখানো হয়।

রাজশাহীর সময়/এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]