২২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-05-2022

২২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ নিখোঁজ

মাঝ আকাশে চার ভারতীয়সহ ২২ আরোহী নিয়ে নেপালের একটি বিমান নিখোঁজ। এতে ১৯ যাত্রীসহ তিনজন ক্রু ছিলেন।

রবিবার (২৯ মে) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তাৎক্ষণিকভাবে জানা গেছে, পোখরা থেকে জমসোমগামী বিমানটিতে মোট ২২ জন ছিলেন। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি টেক অফ করে। কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের। সূত্র জানায়, নিখোঁজ বিমানটি ছিল তারা এয়ারের ৯ এনএইটি টুইন-ইঞ্জিনের।

নেপালের সরকারি কর্মকর্তা নেত্র প্রসাদ শর্মা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, বিমানটি মুস্তাং জেলার জমসোমর আকাশে দেখা যায়। পরে ধৌলাগিরি পর্বতের দিকে অবস্থানের পর যোগাযোগ করা যায়নি।

ছোট উড়োজাহাজটিতে চার ভারতীয়সহ জাপানের তিন নাগরিক ছিলেন। বাকিরা নেপালের নাগরিক বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। উদ্ধারকাজে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। মুসতাং ও পোখরাতে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

নেপালে এর আগেও বড় ধরনের বিমান দুর্ঘটনার ঘটেছে। পরিবর্তনশীল আবহাওয়া এবং উঁচু পাহাড়ের কারণে প্রায় সময় ঝুঁকিতে পড়ে উড়োজাহাজ।

রাজশাহীর সময়/এইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]