অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে হত্যা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-01-2022

অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে হত্যা

ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবদুল খালেক নামে (৬৫) এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা বাজারের দক্ষিণ রোডের সেলিম চত্বরের এ ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরশুভী মাদ্রাসা সংলগ্ন মুনাফ পাটোয়ারি বাড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানান, একই বাড়ির মোফাজ্জল গ্রুপের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক মাস আগে উভয়ের মধ্যে মারধরের ঘটনাও ঘটে।

নিহত আবদুল খালেকের মা মরিয়ম বেগম সাংবাদিকদের জানান, তার ছেলে কয়েক দিন আগে বাড়িতে আসে। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় সেলিম চত্বরে পৌঁছালে পথরোধ করে মোফাজ্জল ও তার ভাড়াটিয়া লোকজন খালেকের ওপর এলোপাতাড়ি হামলা করা হয়। এ সময় তিনি গুরুতর আহত হলে বাড়িতে আনা হয়। আহত অবস্থায় তাকে বাড়ি থেকে দৌলতখান উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার এসআই মো. ইসমাইল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী নারগিছ আক্তার বাদী হয়ে একটি এজাহার দাখিল করেছেন। মামলা প্রক্রিয়াধীন আছে। তবে এখনো কোনো আসামি আটক হয়নি।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]