সাবেক স্ত্রী সুমি আক্তারের বিরুদ্ধে মানহানির মামলা করবেন সাংবাদিক আঃ রাজ্জাক-পর্ব-১


নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 03-06-2022

সাবেক স্ত্রী সুমি আক্তারের বিরুদ্ধে মানহানির মামলা করবেন সাংবাদিক আঃ রাজ্জাক-পর্ব-১

আদালত ও থানা সূত্রে  যানা যায়, আঃ রাজ্জাকের বিরুদ্ধে  সাবেক স্ত্রী করা হয়রানাী মূলক নারীও শিশু নির্যাতন মামলায় জিতলেন সাংবাদিক আঃ রাজ্জাক  গত ( ১৬ ফ্রেরুয়ারী) ২০২১ জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে এ রায় দেওয়া হয়৷ 

আদালতের স্টাপ  সদস্যরা জানিয়েছেন, সুমি ক্তার পিতা শফিকুল ইসলাম সাং বোড়াই থনা কালাই জেলা জয়পুরহাট এর  সাবেক স্বামী আঃ রাজ্জাকের  বিরুদ্ধে যে সহিংসতার অভিযোগ এনেছিলেন,তা মিথ্যা এবং অবমাননাকর।আঃ রাজ্জাকে বেখুসুল খালাস প্রদান করেছে আদালত ৷ 

হয়রানীর শিকার আঃ রাজ্জাক প্রায় ৩০ লাখ টাকার  ক্ষতিপূরণ চেয়ে  মামলা করবেন  আদালতে  এছাড়া রাজ্জাকের  বিরুদ্ধে ঘরোয়া সহিংসতার অভিযোগ আনার পেছনে সুমির অসৎ উদ্দেশ্য ছিল বলেও মন্তব্য করেছেন আঃ রাজ্জাক | 

সাংবাদিক রাজ্জাকের  বিরুদ্ধে আনা  অভিযোগের রায় আঃ রাজ্জাকের  পক্ষে গেছে, আইনজীবীরা প্রমাণ পেয়েছেন, আঃ রাজ্জাকের আইনজীবীও সুমির আক্তারের  বিরুদ্ধে মিথ্যা ও অবমাননাকর বিবৃতি দিয়েছেন। আঃ রাজ্জাকে ক্ষতিপূরণ আদায়ের অভিযোগ দেয়ার কথা বলা হয়েছে৷  

২০১৭ সালে আঃ রাজ্জাকের  বিরুদ্ধে পারিবারিক গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনেছিলেন তার সাবেক স্ত্রী তার সাজানো অভিযোগ নং ৩৪/১৮/ নিজ থানায় মুচলিখা বাহিরের জেলায় ফাঁসানো মামলা  Ngr ১০ অসংখো অভিয়োগ আগামী ৩০/৬ ২২ আদলতে স্বাক্ষী রয়েছে, Nger ১০ থেকে মুক্তি অপেক্ষায় ১৩৬ হলফ নামা চুক্তি শর্থ ভঙ্গ করায় সকল বিষয়ে উচ্চ আদালতে যাওয়ায় সিধান্ত নিয়েছেন৷ এর পরেই মামলা বাজ কথি এই  কলেজ ছত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন আঃ রাজ্জাক সুমি আক্তারের করা  হয়রানীর অভিয়োগ সম্পরুর্ন রুপে মিথ্যা  দাবি করে পাল্টা মামলা করবেন সাংবাদিক আঃ রাজ্জাক, এই জোড়া মামলার শুনানিতে বিস্তর কাদা ছোড়াছুড়ি দেখেছে আদালত ও দেশ বাসি৷  সকল অভিযোগের বিভিন্ন প্রত্রিকার শিরোনামে এসেছে এই  মামলা বাজ নারী উত্তাল ছিল দু’পক্ষের অনুরাগী মহলও ৬ বছরের ও বেশি আলোচনা করার পর উচ্চ আদালতে যাওয়ার  এই সিদ্ধান্তে পৌঁছালেন। এই  সাংবাদিক৷ 

দ্বায়িত্বশীল সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমি আক্তার বগুড়া আজিজুল হক কলেজের২০১৮/১৯ শিক্ষা বর্ষের কথিত ছাত্রী সে বগুড়া সদর জিঃ আর নং ১৩৪২/১৯/২০১২ সালের তথ্য প্রযুক্তি আইনে ৮(২) ধারায় পূর্ণ গ্রাফি মামলায় দীর্ঘ দিন বগুড়া জেলা কারাগারে  ছিলো। তিনি অসামাজিক অপরাধমূলক কর্ম কান্ড মামলা বাজ নামে একাধিক বার সংবাদের শিরোনাম হয়েছেন৷

রাষ্ট্র পক্ষের কৌশলী  ফিরুজা চৌধরী সাংবাদিকদের বলেন আমাদের দেশে অনেক অভিযোগকারীই রয়েছেন, যারা শুধু হয়রানির উদ্দেশ্যেই মিথ্যা মামলা করে বসেন। মিথ্যা কিংবা তুচ্ছ বিষয়কে অতিরঞ্জিত করে বড় বড় মামলা করাও অন্যতম একটি কারণ।বিচার শেষে একটি মামলা মিথ্যা প্রমাণিত হলে আদালতের মূল্যবান সময় যেমন নষ্ট হয় তেমনি একজন নিরপরাধ ব্যক্তি অর্থনৈতিক ও মানসিকভাবেও ভেঙে পড়েন৷ একজন নির্রদোষ ব্যক্তি ও তার পরিবারের যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়, শুধু অর্থনৈতিক জরিমানা কিংবা নামমাত্র সাজা, সেই ক্ষতকে কখনই পূরণ করতে সক্ষম হয় না।মামলাসমূহের তদন্তের জন্য একটি স্বতন্ত্র ও স্বাধীন সংস্থা গঠন করা গেলে, তদন্তের গতি বর্তমান অবস্থার চেয়ে দ্রুততর এবং স্বচ্ছতর হবে বলে আশা করা যায়৷ মিথ্যা অভিযোগ কারীদের সাজার ব্যাপারে মাননীয় আদালত এবং বিজ্ঞ আইন জীবিদেরকে সজাগ থাকতে হবে৷

জয়পুরহাট ও বগুড়াই ছাত্রী পরিচয় দান কারী দাফিয়ে বেরানো ভয়ংকর পুরুষ লোভী অনৈতিক সম্পর্ক মিথ্যে মামলা বাজ লিভ টুগেদার একাধিক পুরুষকে হইরানি বিভিন্ন সূত্রে যানা গেছে৷  সুমি আক্তারের সকল  অনৈতিক কর্ম কান্ডের বিস্তারিত নিয়ে থাকছে আগামী পর্ব-২।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]