প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে চারঘাটে প্রশিক্ষণ কর্মশালা


চারঘাট (রাজশাহী) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 14-06-2022

প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে চারঘাটে প্রশিক্ষণ কর্মশালা

গর্ভনেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কাযার্লয় সহযোগিতায় রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চনালয়ে উপজেলা নিবাহর্ী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

 বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম রঞ্জন কুমার। 

এছাড়া অন্যাদেও মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ , উপজেলা তথ্য কেন্দ্র ফাতিমা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, উপজেলা স্বাস্থ্য (ভারপ্রাপ্ত) পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহিনুল ইসলাম , সরদহ চেয়ারম্যান হাসানুজ্জামান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। 

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক নারী ক্ষমতায়ন , ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা ,বিনিয়োগ বিকাশ শিক্ষা সহায়তা, পরিবেশ সুরক্ষা সম্র্পকে উপজেলা পর্যায়ে সমস্য চিহ্নিতকরণ ওসমস্যগুলো সমাধান করার জন্য সুপারিশ প্রণয়ন মাধ্যমে বাস্তবায়ন করা। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর সময়/এম


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]