প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় মালয়েশিয়া নারী দল


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-06-2022

প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় মালয়েশিয়া নারী দল

সাফের আগে মালয়েশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (২০ জুন) রাতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে মালয়েশিয়ার জাতীয় নারী ফুটবল দল।

মঙ্গলবার (২১ জুন) বিকেল থেকেই অনুশীলনে নামার কথা সফরকারী দলের। বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করবে মালয়েশিয়ার মেয়েরা। এর আগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত একই মাঠে অনুশীলন করবে মারিয়া মান্ডা-সাবিনা খাতুনরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারীদের অবস্থান ১৪৬ তম। আর মালয়েশিয়ার বর্তমান র‌্যাঙ্কিং ৮৫। সবশেষ ২০১১ সালে ১৩৩তম অবস্থানে ছিলো দলটি। গত ১০ বছরে তাদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি চোখে পড়ার মতো।

নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণে সবদিক থেকে এগিয়ে মালয়েশিয়া নারী দল।

বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, 'সামনে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ। এই ম্যাচ দুটি সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ভালো কাজ দেবে। মালয়েশিয়া শক্তিশালী দল। আমরা চেষ্টা করবো ঘরের মাঠে ভালো ফুটবল উপহার দিতে।'

২০১৭ সালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। তবে, সে সময়ের তুলনায় বাংলাদেশ দলে অনেকটাই পরিবর্তন এসেছে। নতুনদের মিশেলে তৈরি দলটার রয়েছে অভিজ্ঞতার অভাব। তবে, সব ছাপিয়ে নারী ফুটবল দলের চিন্তার কারণ আবারো ঐ সেটপিস। এক্ষেত্রে শুধু ডিফেন্সিভ নয়, অ্যাটাকিং ফুটবল খেলার পরিকল্পনা সাবিনাদের।

আগামী ২৩ ও ২৬ জুন ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটি হওয়ার কথা ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। কিন্তু সিলেটে ভয়াবহ বন্যার কারণে ম্যাচ দুটি ঢাকায় সরিয়ে আনা হয়েছে।

অভিজ্ঞতায় মালয়েশিয়ার বিপক্ষে পার্থক্যটা বিস্তর হলেও, শক্তিমত্তায় টেক্কা দেয়ার মতো সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন খেলোয়াড়রা। 

রাজশাহীর সময়/এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]