কুড়িগ্রামে তিন শতাধিক স্কুল-কলেজে পাঠদান বন্ধ


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 23-06-2022

কুড়িগ্রামে তিন শতাধিক স্কুল-কলেজে পাঠদান বন্ধ

কুড়িগ্রামে ধরলা নদীতে পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্রে বেড়েছে। এই দুই নদীর পানি ২টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বন্যার কবলে পড়ায় জেলার ৩২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে ৪৫ হাজারের মতো শিক্ষার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানিয়েছেন, জেলার ৯ উপজেলার ৪৯টি ইউনিয়নের চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের ৩১৯টি গ্রামে ৩৫ হাজার ৪০৩টি পরিবারের ১ লাখ ৪১ হাজার ৬১২ জন মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। ফলে বন্ধ করে দেয়া হয়েছে ওইসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, জেলায় ২৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান বন্ধ আছে। এর মধ্যে সদরে ১৮টি, ভুরুঙ্গামারীতে ৭, উলিপুরে ৫৮, চিলমারীতে ৩৮, নাগেশ্বরীতে ৭৯, ফুলবাড়িতে ৬, রাজারহাটে ৩, রৌমারীতে ৬৮ এবং রাজিবপুরে ১৭টি বিদ্যালয় রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম জানান, ২৪টি উচ্চবিদ্যালয়, ৮টি মাদরাসা ও ১টি কলেজ বন্যাকবলিত হওয়ায় পাঠদান বন্ধ আছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]