রাজশাহীতে তৈরি প্রসাধনী পণ্যের মোড়কে লেখা মেড ইন পাকিস্তান!


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 27-06-2022

রাজশাহীতে তৈরি প্রসাধনী পণ্যের মোড়কে লেখা মেড ইন পাকিস্তান!

রাজশাহীর পুঠিয়া উপজেলায় রূপচর্চার জন্য প্রসাধনী পণ্য তৈরি হচ্ছে । কিন্তু মোড়কে লেখা থাকছে মেড ইন পাকিস্তান! ক্রিমের নিট ওজন মাত্র ১৫ গ্রাম। তাতেও আবার ওজনে কম। এমন সব অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় একটি কসমেটিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়।

রোববার (২৬ জুন) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।

তিনি বলেন, প্রতিষ্ঠানটির লাইসেন্সসহ অনুমোদনও রয়েছে। তবে নিয়মের তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটি মেড ইন পাকিস্তানের লোগো ব্যবহার করছিল। ১০ গ্রামের ক্রিম তৈরির অনুমোদন নিয়ে ১৫ গ্রামের ক্রিম তৈরি করছিল। সেখানেও আবার ওজনে কম পাওয়া গেছে। এছাড়া গ্রাহককে আকৃষ্ট করতে ক্রিমের চটকদার মোড়কে উপাদান হিসেবে ‘আলু, লাউ, শসা ইত্যাদি সম্বলিত স্টিকার ব্যবহার করা হলেও প্রকৃত উপাদান ভিন্ন। মোড়কে আরবি, হিন্দি ও ইংরেজিতে অনেক কিছু লেখা থাকলেও তা পড়তে পারে না কেউ। গ্রাহকদের সঙ্গে এমন প্রতারণা ও ওজনে কারচুপির দায়ে পুঠিয়ার কাফি কসমেটিকসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মাসুদ রানা জরিমানার অর্থ পরিশোধ করেছেন। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকলে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ওই কর্মকর্তা।

রাজশাহীর সময়/এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]