মেম্বার প্রার্থীদের সংঘর্ষে নিহত ১, আহত ১০


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-01-2022

মেম্বার প্রার্থীদের সংঘর্ষে নিহত ১, আহত ১০

জামালপুরের সরিষাবাড়িতে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে যমুনার চরের ভোলা শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর নলসন্ধ্যা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ভোলা শেখ পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের কাজল গ্রামের হারুনর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী নুরুল ইসলামে (ফুটবল) ও তার প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরু'র (মোরগ) লোকজনের মধ্যে নির্বাচনি প্রচারণার শুরু থেকেই বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল ১১টার দিকে পশ্চিম নলসন্ধ্যা চরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলামের সমর্থক ভোলা শেখ নিহত হন। এছাড়া আহত হন রুবেল, হালিম, আব্দুল হাই মেম্বার, শুক্কুর আলী, টুটুলসহ অন্তত ১০ জন।

ইউপি সদস্য প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজাত আলী সুরুর লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে ভোলা শেখ নিহত ও আরও ৮-১০ জন সমর্থক আহত হন।

নিহতের স্ত্রী লাইলি বেগম জানান, সকালে নুরুল ইসলামের সমর্থকরা ভোট চাইতে বের হন। এসময় প্রতিপক্ষের লোকজন রুবেল ও হালিমকে ধরে নিয়ে যায়। তাদের উদ্ধারের জন্য গেলে ধারালো দা দিয়ে কুপিয়ে তার স্বামীকে খুন করা হয়।

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]