মোহনপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ সেমিনার


মোহনপুর প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 30-06-2022

মোহনপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ সেমিনার

রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহষ্পতিবার (৩০ জুন) বেলা ১১টার সময় উপজেলা হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

অপর দিকে মোহনপুরের পান চাষীদেরকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) প্রিয়াংকা দাস,ইউপি চেয়ারম্যান হযরত আলী, নিরাপদ খাদ্য অফিসার বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী লোকমান হোসেন, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, ওসি(তদন্ত) মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা রোকুনুজ্জামান তালুকদার, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী জাকির হোসেন। 

বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য হোটেল মালিকের পোড়া তেল, খাদ্যে কোন ভেজাল ব্যবহার থেকে বিরত থাকার আহবান জানান।

রাজশাহীর সময়/এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]