বাসে করে বউভাতে যাচ্ছিলেন ৪৫ জন, উল্টে পড়ল পুকুরে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-07-2022

বাসে করে বউভাতে যাচ্ছিলেন ৪৫ জন, উল্টে পড়ল পুকুরে

পাবনার চাটমোহর উপজেলার বামনগ্রামে বউভাত অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নারী-শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে যাত্রীদের দাবি, বাসে থাকা ৪৫ জন কমবেশি সবাই আহত হন।

জানা গেছে, ঈদের দিন বিকেলে চাটমোহর পৌর সদরের হরিসভা থেকে স্বরনী সোহানী বাসে ৪৫ জন কনেপক্ষ একই উপজেলার বামনগ্রাম অর্জুন হলদারের ছেলে রাজীবের বউভাতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল।

পথিমধ্যে বামনগ্রাম ঢালের আগে রেলগেট এলাকায় পৌঁছালে বাসটি সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এ সময় কনে পক্ষের সব যাত্রী কমবেশি আহত হয়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত ১২ জনকে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে জিতেন হলদার (৪০), মাখন হলদার (৬২), সিমা হলদার (৩৫), রেপতি হলদার (৬৭), কমল হলদার (৪৫), মিলন হলদার (৪৫), রঞ্জনা হলদার (৪৬), অর্পণা হলদার (৪০), আন্না হলদার (৩৩), জিতেন হলদার (৬০), বর্না রানী (২০), সোমা হলদারকে (২৭) প্রথমে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়।

এছাড়া আহত লক্ষ্মণ হলদার (৬৮), নগেন চন্দ্র হলদার (৫৮), ভাদু হলদার (৭০), প্রনতি রানী হলদার (৩৫), শিশু অমৃতা হলদার (১২), শিশু তমা হলদার (৯), শিশু পল্লব হলদার (১২), সুকুমার পাল (৪০) পুলক হলদার ( ৪৩), ছবি রানী (৪০) সহ বাকি ২৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

রাজশাহীর সময়/এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]