বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রথম ফ্লাইট বৃহস্পতিবার


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 13-07-2022

বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

পবিত্র হজ পালন শেষে এবার হাজিদের নিজ নিজ দেশে ফেরার পালা। আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রথম ফ্লাইট।

এরইমধ্যে মক্কা ছেড়েছেন হজে অংশ নেয়া সৌদি আরবের স্থানীয় হাজিরা। তবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর আগ মুহূর্তে যারা সৌদি আরবে এসেছেন তারা মদিনায় অবস্থান করছেন।

এবারের হজের মাঠে হাজিদের সেবায় বিপুল সংখ্যক সৌদি অস্থায়ী মেডিকেল টিমের সেবা ও অসংখ্য স্কাউটদের সহযোগিতায় হাজিদের এবারের হজ সুষ্ঠুভাবে সম্পাদন হওয়ায় সৌদি সরকার ও বাংলাদেশের হজ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (১৪ জুলাই)  বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড়াল দেবে। তবে ওই ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন, তা এখনো নির্ধারণ হয়নি।

বাংলাদেশ হজ অফিস সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে। একই দিন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসেরও (সাউদিয়া) ঢাকায় ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া ও ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রীকে দেশে ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]