জাতীয় চার নেতার মেমোরিয়াল সেন্টার নিমার্ণ বিষয়ে রাসিক মেয়রের বৈঠক


আবু হেনা , আপডেট করা হয়েছে : 18-07-2022

জাতীয় চার নেতার মেমোরিয়াল সেন্টার নিমার্ণ বিষয়ে রাসিক মেয়রের বৈঠক

জাতীয় চার নেতার মেমোরিয়াল সেন্টার নির্মাণ বিষয়ে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) কার্যালয়, ঢাকায় রবিবার (১৭ জুলাই) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় জানানো হয়, জাতীয় চার নেতার মেমোরিয়াল সেন্টার নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ, কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সিরাজগঞ্জে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান মেমোরিয়াল সেন্টার নির্মাণ করা হবে। এরমধ্যে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজার প্রাঙ্গনে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান মেমোরিয়াল সেন্টার নির্মাণ করা হবে। সেখানে তিন তলা ভবনে ১০০ আসনের সেমিনার কক্ষ, লাইব্রেবী, মিউজিয়াম, প্রদশর্ণী কক্ষ, স্যুভেনীর শপ থাকবে।

সভায় আইআইএফসি‘র এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ জসীম উদ্দিন, ডেপুটি ডাইরেক্টর তানভিরুল হক, সিনিয়র এ্যাসিসটেন্ট ডাইরেক্টর ও প্রজেক্ট ম্যানেজার জাকী ইসতিয়াক হোসেন, সোসাল এক্সপার্ট বসিরুদ্দীন আহমেদ, ইলেকট্রমেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন, ইনভায়রনমেন্ট এক্সপার্ট তৌফিক ইমাম এ সময় উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময়/এম

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]