৯নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী


আবু হেনা , আপডেট করা হয়েছে : 20-07-2022

৯নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী

রাজশাহী মহানগরীর ৯নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২২ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ জুলাই) বিকেলে রাজশাহী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

অনুষ্ঠানে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল রাইমা রেঞ্জার্স ও রানার্স আপ তালতলা টাইগার্স দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন সিটি মেয়র।  ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হন রাইমা রেঞ্জার্সের অর্ক। ৯নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগে ১৬টি দল অংশগ্রহণ করে।  

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীতে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজশাহীতে স্টার মানের আবাসিক হোটেল নির্মিত হয়েছে ফলে আন্তর্জাতিক টূর্ণামেন্ট আয়োজনে আবাসন সমস্যার সমাধান করা হয়েছে। সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে যাতায়াতে যুক্ত হয়েছে একাধিক ফ্লাইট। রাজশাহীর ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে এ ধরণের টুর্ণামেন্টের আয়োজন করাই আয়োজকদের ধন্যবাদ জানান মেয়র। আগামীতে এ ধরণের টুর্ণামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে খেলোয়াড় সৃষ্টিতে ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।     

রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক রাকিব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সদস্য মিলন, জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাগর, রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সদস্য সচিব ইমন, কামরুজ্জামান রুবেল।

রাজশাহীর সময়/এ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]