রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ রাজশাহী চ্যাপ্টার


রিমা (স্টাফ রিপোর্টার): , আপডেট করা হয়েছে : 27-07-2022

রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ রাজশাহী চ্যাপ্টার

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আগামী ২৮ জুলাই রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ রাজশাহী চ্যাপ্টার। ওয়াও (ওমেন অব দ্য ওয়ার্ল্ড) ফেস্টিভ্যাল এমন একটি আন্তর্জাতিক উৎসব, যেখানে বিশ্বজুড়ে নারীদের অর্জনগুলো তুলে ধরা হয় এবং এই অর্জনের পথে তারা যে সব প্রতিবন্ধকতার মুখোমুখি হোন সে বিষয়গুলো নিয়ে আলোচকরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

এ বছর রাজশাহী চ্যাপ্টারে থাকছে কর্মশালা, পপ আপ পারফরমেন্স, ওয়াও বাইটস (অনুপ্রেরণামূলক গল্প), স্পিড মেন্টরিং (পরামর্শ প্রদান), মার্কেট প্লেস, বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল আলোচনা এবং কনসার্ট। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক নূরজাহান বেগমের সঞ্চালনায় ‘আত্মহত্যা কি সত্যিই কোনো সমাধান?’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। যেখানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মাহবুবা কানিজ কেয়া, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মোহতারেমা আশরাফী খানম এবং সমাজকর্মী মেফতাহুল জান্নাত।

অন্যদিকে, ওয়াও বাইটস (অনুপ্রেরণার গল্প) অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকবেন বাংলার জনপদের প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্না, পর্বতারোহী শায়লা বিথী, রাজশাহীর আদিবাসী মহিলা কাউন্সিলর খ্রিস্টিনা সরেন ও এফডব্লিউসিএ এর সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম। এছাড়াও, এ আয়োজনে বেশ কিছু কর্মশালাও থাকছে। এর মধ্যে অন্যতম হলো যৌন হয়রানি প্রতিরোধের জন্য যৌন শিক্ষা। এ কর্মশালাটির ফ্যাসিলিটেটর হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতার বানু। নারী ও প্রতিবন্ধীদের জন্য "আমি আমাকে রক্ষা করতে পারি" শীর্ষক আত্মরক্ষামূলক কর্মশালাটি পরিচালনা করবেন ক্রাভমাগা।

অনুষ্ঠানে পপ আপ পারফরমেন্স হিসেবে মিউজিকাল পাপেট থিয়েটার “রিয়া- এ গার্ল উইথ এ হোয়াইট পিজিয়ন” মঞ্চস্থ হবে। এছাড়াও থাকছে জমকালো কনসার্টের আয়োজন।

চলতি বছর ‘লিঙ্গ-ভিত্তিক সহিংসতা’ প্রতিপাদ্যে ওয়াও বাংলাদেশ আয়োজন করা হয়, যেখানে অনুপ্রেরণাদায়ী নারীদের গল্পগুলো তুলে ধরা হয়। ইতিমধ্যে, গত ১২ মার্চ, ১৯ মে ও ৩০ জুন যথাক্রমে ওয়াও বাংলাদেশ খুলনা, সিলেট ও চট্টগ্রাম চ্যাপ্টার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামে পাঁচটি বিভাগীয় শহরে এ চ্যাপ্টারগুলো অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে ঢাকায় পূর্ণাঙ্গভাবে ওয়াও ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। বর্তমানে ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন ও সিসিডি বাংলাদেশের সহযোগিতায় এবং অংশীদারিত্বে বাংলাদেশে ওয়াও ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]