ইবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন


অনি আতিকুর রহমান (ইবি প্রতিনিধি): , আপডেট করা হয়েছে : 30-07-2022

ইবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ¯স্নাতক প্রথম বর্ষে জিএসটি গুচ্ছভূক্ত সমন্বিত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার দুপুর ১২-১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। এবারের সমন্বিত পরীক্ষায় দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ইবি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪,৩৪৭ জন।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) এইচএম আলী হাসানসহ পরিদর্শন টিমের সদস্যবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট ‘বি’ (মানবিক) ইউনিট এবং ২০ আগস্ট ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও ইবি’র নিজস্ব ব্যবস্থাপনায় ২৭ আগস্ট ‘ডি’ ইউনিটের এবং ২৮ আগস্ট শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দু’টি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) জানানো হবে। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]