রাজশাহীতে সমন্বিত স্যানিটেশন ব্যবস্থাপনায় ওয়ার্ড সচিবদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আবু হেনা , আপডেট করা হয়েছে : 31-07-2022

রাজশাহীতে সমন্বিত স্যানিটেশন ব্যবস্থাপনায় ওয়ার্ড সচিবদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর সবুজ নগরী রাজশাহী। মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে দিন দিন এ নগরী এখন পর্যটন নগরীতে রূপ নিয়েছে। দেশি-বিদেশী নাগরিকদের কাছে এ নগরী ক্রমেই আকর্ষণীয় নগরীতে পরিণত হচ্ছে। বায়ুদুষণ, সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, রাতের আলোয় আলোকিত এ নগরী দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের উন্নত শহরের ন্যায় রূপ লাভ করছে। বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ে আনা হয়েছে আমুল পরিবর্তন। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার দীর্ঘদিনের পুরনো অভ্যাসে পরিবর্তন আনা হয়েছে। এখন বাড়ি বাড়ি ময়লা আবর্জনা সংগ্রহ করে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় আনা হয়েছে পরিবর্তন। পয়:নিষ্কাশন ব্যবস্থাপনার বিষয়ে আরো গুরুত্ব দিতে হবে। রোববার (৩১ জুলাই) দুপুরে নগরভবনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সভাকক্ষে আয়োজিত ওয়ার্ড সচিবদের মতবিনিময় সভায় বক্তারা একথা জানান।  

রাজশাহী মহানগরীর স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভার আয়োজন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সোমবার ১নং ওয়ার্ডে এ সকল শ্রেণি পেশার নাগরিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এ সভার আয়োজন করা হবে। তৃণমূল পর্যায়ে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনার এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকল শ্রেণি পেশার মানুষের মতামত গ্রহণ করে আগামীতে পাইলট প্রকল্প গ্রহণ করবে ইউনিসেফ। এ কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নে কাউন্সিলর, ওয়ার্ড সচিবসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনে অনুরোধ জানানো হয়েছে। 

বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, এক্সপ্রেশন লিমিটেডের ফ্যাসিলিটেটর রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হোসেন বকুল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। 

ইউনিসেফের সহায়তায় সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন (সিডব্লিউআইএস) প্রকল্প বাস্তবায়নের লক্ষে সিটি স্যানিটেশন ডেলিভারী এ্যাসেসমেন্ট বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। 

সভায় উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সকল ওয়ার্ডের সচিব ও প্রকল্প সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময়/এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]