রুয়েটে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তুতি শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 03-08-2022

রুয়েটে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তুতি শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আগামী ৬ আগস্ট (শনিবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( কুয়েট)  ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর স্নাতক ১ম বর্ষ/ লেভেল-১ ( শিক্ষাবর্ষ: ২০২১-২০২২) সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার ( ৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রুয়েট কেন্দ্রের লোকাল এডমিশন কমিটির উদ্যোগে সমন্বিত ভর্তি পরীক্ষার প্রস্তুতি শীর্ষক এক সংবাদ সম্মেলন প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

সংবাদ সম্মেলনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন ও লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) ও লোকাল এডমিশন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। 

সংবাদ সম্মেলনে লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, “ চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক ১ম বর্ষ /লেভেল-১ (শিক্ষাবর্ষ ২০২১-২২) সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রে আগামী শনিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা পোনে ২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু অংশ নেবে।” 

তিনি আরোও বলেন, “এবারে দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এ মোট ৮ হাজার ৮৭৩ জন এবং ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ)  অধীনে সকাল ১০টা থেকে দুপুর পোনে ২টা পর্যন্ত ৬২২ জন ভর্তিচ্ছু অংশ নেবে। 

‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা ঘটিকা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের  MCQ   পরীক্ষা এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অংকন সহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর পোনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।”

তিনি জানান যে , “পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউনলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার  প্রবেশপত্রের হার্ডকপি(Color Print)অবশ্যই সঙ্গে আনতে হবে।

পরীক্ষার হলে অসুদপায় অবলম্বন বা কারো সাথে দুর্ব্যবহার করলে পরীক্ষা বাতিল বলে গন্য হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা শুরু হওয়ার পর ১ ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর (ভর্তি কমিটির অনুমোদিত) ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, সেট স্কয়ার, কম্পাস ও কোন প্রকার ব্যাগ সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।”

রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) ও লোকাল এডমিশন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।” 



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]