নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-08-2022

নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এ সময় চারজনকে খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন: মর্জিনা, জেসমিন, মো. টিটু ও সাহাবুদ্দিন। খালাসপ্রাপ্তরা হলেন: জাকির হোসেন, মো. হোসেন সাগর, মো. আসলাম ও মো. শরীফ।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়েছিল। সে ঘটনায় পরে মানবপাচার আইনে মামলা হয়। আজ আদালত সেই মামলায় রায় ঘোষণা করেছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]