সিটি স্যানিটেশন ডেলিভারী এ্যাসেসমেন্ট বিষয়ে ওয়ার্ড পর্যায়ে পয়ঃ বর্জ্য ব্যবস্থাপনা মতবিনিময় সভা অনুষ্ঠিত


আবু হেনা , আপডেট করা হয়েছে : 17-08-2022

সিটি স্যানিটেশন ডেলিভারী এ্যাসেসমেন্ট বিষয়ে ওয়ার্ড পর্যায়ে পয়ঃ বর্জ্য ব্যবস্থাপনা মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন (সিডব্লিউআইএস) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সিটি স্যানিটেশন ডেলিভারী এ্যাসেসমেন্ট বিষয়ে ওয়ার্ড পর্যায়ে পয়ঃ বর্জ্য ব্যবস্থাপনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ আগস্ট) সকালে নগরীর মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর নগরী রূপে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরিচ্ছন্নতা, ফুলের সৌন্দর্য, বৃক্ষরোপণ, আলোকায়ণ, বায়ুদূষণ, গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্যসেবায় রাজশাহীর রয়েছে অনেক সাফল্য। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। মাননীয় মেয়রের দিক নির্দেশনায় রাজশাহীর পয়:বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরো জোরদারকরণে সকল শ্রেণি পেশার নাগরিকবৃন্দকে সম্পৃক্ত করে এ সামাজিক আন্দোলনে সফলতা লাভ করতে চাই। এ লক্ষ্যে ইউনিসেফের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। 

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা জানান, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণে ওয়াসা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মাঠ পর্যায়ে এ রকম আরো সভার আয়োজন করা প্রয়োজন। সরাসরি ড্রেনের সঙ্গে সেপটিক লাইনের সংযোগ প্রদানকারীদের বিরূদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সচেতনতা সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পয়ঃবজ্য অপসারণে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকুয়াম ট্যাংকার যুক্ত করতে হবে। 

রাজশাহীতে নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী  অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল। মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা খাতুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব জামাল উদ্দিন।মুক্ত আলোচনায় অংশ নেন ওয়ার্ডের বাসিন্দা সাগরিকা, পলি, মোস্তফা কামাল, সেলিনা পারভীন, শওকত আলী, শরীফ আলী, মাসুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু ও সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা। মতবিনিময় সভায় এলাকার সকল শ্রেণি পেশার নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]