“দেখ ভাল কাজ কত সহযেই করা যায়” খাঁচা বন্দি ১১০টি ঘুঘু পাখিকে অবমুক্ত করলো পুলিশ


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 23-08-2022

“দেখ ভাল কাজ কত সহযেই করা যায়” খাঁচা বন্দি ১১০টি ঘুঘু পাখিকে অবমুক্ত করলো পুলিশ

রাজশাহীর বাঘায় খাঁচা বন্দি ১১০টি ঘুঘু পাখিকে অবমুক্ত করেছে পুলিশ।

এ সময় ঘুঘু পাখি ক্রয়-বিক্রয়ের সময় দুইজন অসাধু পাখি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলো: বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরের বাসিন্দা চান্দু রহমানের ছেলে সোহেল রানা (৩১) ও পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মহসীন মন্ডলের ছেলে ইউনুস মন্ডল (৫৫)।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতেখায়ের আলম।

তিনি জানান, দীর্ঘদিন যাবৎ পদ্মার চর এলাকায় অবৈধভাবে পাখি ধরে বিক্রি করতেন সোহেল রানা আর পাখি ক্রয় করতেন ইউনুস ম-ল।

সোমবার (২২ আগস্ট) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে বাঘা থানার পুলিশ জানতে পারে শিমুলতলা পদ্মা নদীর ঘাটে ঘুঘু পাখি ক্রয় বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অসাধু ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় সোহেল রানার কাছ থেকে অবৈধভাবে আটক ১১০টি পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। অবমুক্ত পাখিগুলি ডানা মেলে আকাশে উড়ে যায়। 

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম পুলিশের উদ্দেশ্যে বলেন, দেখ ভাল কাজ কত সহযেই করা যায়।

এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে পাখি সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]