নিয়ামতপুরে বিজয়ের হাসি হাসলেন যারা


মোঃ জাবেদ আলী নিয়ামতপুর উপজেলা প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 01-02-2022

নিয়ামতপুরে বিজয়ের হাসি হাসলেন যারা
নওগাঁর নিয়ামতপুরে ষষ্ঠ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১নং হাজিনগর ইউনিয়নে আঃ রাজ্জাক (নৌকা) প্রাপ্ত ভোট ১১,১৯১, নিকটতম প্রতিদ্বন্দ্বি আমিনুল ইসলাম (আনারস) প্রাপ্ত ভোট ৪,৮৩৮, ২নং চন্দননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান বদি (ঘোড়া) প্রাপ্ত ভোট ৮,৫৮৭, নিকটতম প্রতিদ্বন্দ্বি খালেকুজ্জামান তোতা  (নৌকা) ৭,২২৫, ৩নং ভাবিচা ইউনিয়নে ওবাইদুল হক ( নৌকা) প্রাপ্ত ভোট ১৩,৭১৩, নিকটতম প্রতিদ্বন্দ্বি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম (আনারস) প্রাপ্ত ভোট ৬,০৫৪, ৪নং নিয়াতপুর ইউনিয়নে বজলুর রহমান নইম (নৌকা) প্রাপ্ত ভোট ৭,০৮৯, নিকটতম শামীম রেজা চৌধুরী বাদশা (আনারস) প্রাপ্ত ভোট ৪,৫৬২, ৫নং রসুলপুর ইউনিয়নে মোতালেব হোসেন বাবর (নৌকা) প্রাপ্ত ভোট ১২,৪৫০, নিকটতম প্রতিদ্বন্দ্বি সাজ্জাদ হোসেন টিটু (ঘোড়া) প্রাপ্ত ভোট ৮,৫২২, ৬নং পাড়ইল ইউনিয়নে সৈয়দ মুজিব গ্যান্দা (নৌকা) ৭,৭৭১, নিকটতম প্রতিদ্বন্দ্বি মঞ্জর রহমান (আনারস) প্রাপ্ত ভোট ৪,১৯৫, ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে আলহাজ্ব রফিকুল ইসলাম (নৌকা) প্রাপ্ত ভোট ১০,৩১৩, নিকটতম প্রতিদ্বন্দ্বি খলিলুর রহমান (আনারস) প্রাপ্ত ভোট ৭,০৩১ এবং ৮নং বাহাদুরপুর ইউনিয়নে মোঃ মামুনুর রশীদ (নৌকা) প্রাপ্ত ভোট ৯,১১০ নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমরান হোসেন (চশমা) প্রাপ্ত ভোট ৭,৭৯৪।
নিয়ামতপুর উপজেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


রাজশাহীর সময় / এম আর


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]