ঋণের বোঝা থেকে মুক্তির সুন্নাত আমল


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-08-2022

ঋণের বোঝা থেকে মুক্তির সুন্নাত আমল

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশ্রয় চাইতেন ঋণের বোঝা ও কষ্ট থেকে। যার ফলে তা আদায় করা অক্ষম হয় তা থেকে। দুশমনের বিজয় ও সাহায্য লাভ থেকে এবং তার দেহ পরিবার ও ধনসম্পদের মধ্যে যে সব বিপদ আপদ আসে তাতে দুশমনদের খুশি ও উল্লাস প্রকাশ করা থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। হাদিসের বিশুদ্ধ বর্ণনায় তা ফুটে ওঠেছে। হজরত আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণিত-

اللَّهُمَّ إنِّي أعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وغَلَبَةِ الْعَدُوِّ، وشَمَاتَةِ الأعدَاءِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া গালাবাতিল আদুয়্যি ওয়া শামাতাতিল আদায়ি।’

অর্থ : ‘হে আল্লাহ আমি ঋণের বোঝা, দুশমণের প্রাধান্য এবং দুশমনের হাসি থেকে রক্ষা কামনা করছি।’ (নাসাঈ, মুসনাদে আহমাদ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঋণের বোঝা ও কষ্ট যার ফলে তা আদায় করা অক্ষম হয় তা থেকে এবং তার ওপর দুশমনের বিজয় ও সাহায্য লাভ থেকে এবং তার দেহ পরিবার ও ধন-সম্পদের মধ্যে যে সব বিপদ-আপদ আসে তাতে দুশমনদের খুশি ও উল্লাস প্রকাশ করা থেকে আল্লাহর কাছে আশ্রয় চান।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঋণের বোঝাসহ শত্রুর দুশমনি থেকে মুক্তিতে বেশি বেশি আশ্রয় চাওয়ার তাওফিক দান করুন। আমিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]