৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর লাইলী বেগম আর নেই, রাসিক মেয়রের শোক


আবু হেনা , আপডেট করা হয়েছে : 31-08-2022

৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর লাইলী বেগম আর নেই, রাসিক মেয়রের শোক

রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর লাইলী বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। 

বুধবার (৩১ আগস্ট) ভোর ৪টায় ২৮নং ওয়ার্ডের বাজে কাজলা ফুলতলা এলাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। 

কাউন্সিলর লাইলী বেগম দীর্ঘদিন যাবৎ ক্যানসার ও কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর কাজলা সাকোপাড়া ঈদগাহ মাঠে মরহুমা লাইলী বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে ও কাজলা সাকোপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হবে।

সংরক্ষিত আসনের কাউন্সিলর লাইলী বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]