আসছে বড় পরিবর্তন, বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


ক্রিড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 01-09-2022

আসছে বড় পরিবর্তন, বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবির কারণে এ ম্যাচের একাদশে আসতে পারে বড় পরিবর্তন। চলুন দেখে নেয়া যাক কারা থাকতে পারেন লঙ্কানদের বিপক্ষে টাইগারদের মূল একাদশে।

দুবাইয়ে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানবধে বাংলাদেশ মাঠে নামবে রাত ৮টায়।

সাকিব আল হাসানের অধীনে দিনবদলের গল্প লেখা হলো না বাংলাদেশের। এশিয়া কাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হেরে এখন খাদের কিনারায় টাইগাররা। ম্যাচ হারলেই আসর থেকে বিদায় নিতে হবে তাদের। তাই আজকের একাদশটা সাজাতে হবে সতর্কতার সঙ্গে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বেশি ভুগেছে টপ অর্ডারে। আরও স্পষ্ট করে বললে ওপেনিংয়ে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি বার বার সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ও নাঈম শেখ। নাঈম ৮ বলে ৬ আর বিজয় ১৪ বলে খেলে করেছেন মাত্র ৫ রান। 
ওপেনিং নিয়ে তাই সবচেয়ে বেশি ভাবনায় টিম ম্যানেজমেন্ট। বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে আসতে পারেন মেহেদী হাসান মিরাজ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন এনামুল হক বিজয়। বাদ পড়তে পারেন নাঈম শেখও। তার জায়গায় ম্যানেজমেন্টের পরিকল্পনায় সাব্বির রহমান।

ওয়ানডাউনে এদিনও ব্যাট হাতে নামতে পারেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার পরের পজিশনটা দলের অটো চয়েস মুশফিকুর রহিমের। তাদের পরে ব্যাটিংয়ে আসবে টি-টোয়েন্টিতে টাইগারদের বর্তমানে সবচেয়ে সম্ভাবনাময় ব্যাটার আফিফ হোসেন। দলের আরেক অটো চয়েস মাহমুদউল্লাহ রিয়াদ গত ম্যাচের মতো ব্যাট করতে আসবেন আফিফের পরই। পরের পজিশনটা আফগানদের বিপক্ষে ব্যাটে-বলে বাংলাদেশের একমাত্র পারফর্মার মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য। দলের অষ্টম ব্যাটার হিসেবে এদিন ক্রিজে আসার সম্ভাবনা বেশি মোহাম্মদ সাইফুদ্দিনের।

সাকিব-মিরাজের সঙ্গে দলের অন্য স্পিনার হিসেবে এ ম্যাচে শেখ মেহেদী হাসানের বদলে একাদশে জায়গা পেতে পারেন নাসুম আহমেদ। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকার পরও আফগানদের বিপক্ষে তাকে একাদশে না রাখায় অধিনায়ক ও ম্যানেজমেন্ট হয়েছেন সমালোচনার শিকার। একই ভুল হয়তো সাকিব করতে চাইবেন না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও। ফর্মে না থাকলেও পেস বোলিংয়ে বাংলাদেশের আরেক অটো চয়েস মুস্তাফিজুর রহমান। দুবাইয়ের মাঠ পেসবান্ধব হওয়ায় এ ম্যাচেও তিন পেসার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রত্যাশার প্রতিফলন দেখাতে না পারায় তাসকিনের একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ফলে বোলিংয়ে সাইফুদ্দিন, মুস্তাফিজের আরেক সঙ্গী হতে পারেন এবাদত হোসেন।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান/নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]