রাজশাহীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 08-09-2022

রাজশাহীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের প্রফেসর ড. আলীউল আলম, রাজশাহী জেলা ব্র্যাকের সমন্বয়কারী মহসিন আলী, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) জান্নাত আরা তিথি।

ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, নিরক্ষরতা মুক্ত সমাজ গঠনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব অপরিসীম।

সাক্ষরতার বহুবিধ ব্যবহারের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শুধু সাক্ষরতার মাধ্যমে অর্থনৈতিক মুক্তিই নয় বরং সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক মুক্তি আনয়নের মাধ্যমে প্রাত্যহিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। কেননা সাক্ষরতা শান্তি আনয়নে অবদান রাখে এবং মানুষের ব্যক্তিগত স্বাধীনতা অর্জনে সহায়তা করে। শুধু তাই নয়, বিশ্ব সম্পর্কে ভালো ধারণা অর্জনেও সাক্ষরতা কাজ করে। যিনি লিখতে ও পড়তে পারবেন, একমাত্র তিনিই জানবেন দেশ ও দেশের বাইরে কোথায় কী ঘটছে। এটি এমন একটি মাধ্যম যা পারস্পরিক দ্বন্দ ও সংঘাত নিরসন এবং প্রতিরোধেও সহায়তা করে বলেও সভায় বিশেষভাবে উল্লেখ করা হয়।

সভায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা রোভার স্কাউট, এনজিওকর্মী, সাংবাদিক বুদ্ধিজীবীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]