রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের


রাঙামাটি প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 09-09-2022

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

রাঙামাটির বরকলে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক বৃদ্ধের। এঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে পাহাড়ের চুড়ায় অবশেষে লাশ মেলে মো. আব্দুল কাদের মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের। নিহত আব্দুল কাদের উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকার বাসিন্দা।

নিহতের একমাত্র ছেলে নুর হোসেন জানান, গতকাল বিকাল ৩টায় আমার বাবা গরু আনতে পাহাড়ে যায়। সন্ধ্যায় ফিরে না আসলে খোঁজাখুঁজির এক পর্যায়ে আমরা পাহাড়ের চুড়ায় ৭টি হাতি দেখতে পেৃয়ে আমরা ফিরে আসি। সারারাত এদিক ওদিক খোঁজাখুঁজি ও ডাকাডাকি করে আজ সকাল ৬টায় পাহাড়ে বাবার লাশ দেখতে পাই।

এঘটনায় বরকল স্টেশন রেঞ্জ কর্মকর্তা সজিব মজুমদার জানায়, আমরা জেনেছি হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশি তদন্ত প্রতিবেদন পেলে হাতির আক্রমণে নিহতের পরিবার কে এর বিধিমালা অনুযায়ী দ্রুততম সময়ে ৩লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরকল থানার ওসি নাসির উদ্দিন বলেন, খবর পেয়েই আমাদের একটা টিম ঘটনাস্থলে পৌঁছে। হাতির আক্রমণে আব্দুল কাদের মোল্লা নামের ৭৫বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরিবারের নিকট আমরা লাশ হস্তান্তর করেছি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]