দুর্গাপূজা-মিলাদুন্নবীতে রাবিতে ১০ দিনের ছুটি


রাবি প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 14-09-2022

দুর্গাপূজা-মিলাদুন্নবীতে রাবিতে ১০ দিনের ছুটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন বন্ধ থাকছে। হিন্দুদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীসহ ১০ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

রেজিস্ট্রার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২ হতে ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ এবং ৪ হতে ৬ অক্টোবর পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।

তিনি জানান, এছাড়া পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আগামী ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এর মধ্যে শুক্র-শনিবারের বন্ধ মিলিয়ে ১০ বন্ধ পাচ্ছে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের অতি জরুরি বিভাগসমূহ পানি, বিদ্যুৎ, চিকিৎসা ও প্রহরা ব্যবস্থা যথারীতি চালু থাকবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]