হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


আবু হেনা: , আপডেট করা হয়েছে : 15-09-2022

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীতে হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ ও এইচ.এস.সি ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নারীদের শিক্ষিত করার জন্যে, তাদের কর্মমূখর করার জন্যে যাবতীয় যত পদক্ষেপ আছে, প্রথমবার থেকেই সব গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে  নতুনভাবে গড়ার যাত্রা শুরু করেন মাননীয় প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশে সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। আগামী ২০৪১ সালের অন্যতম ধনী দেশে পরিণত হবে বাংলাদেশ।

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ.এন.এম মঈনুল ইসলাম, বরেন্দ্র বিশ^দ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান কামরু, প্যানেল মেয়র -৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসনাত,  হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]