কম্বোডিয়ায় বসে অনলাইনে প্রতারণা, ঝিনাইদহে নারীসহ গ্রেফতার দুই


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-09-2022

কম্বোডিয়ায় বসে অনলাইনে প্রতারণা, ঝিনাইদহে নারীসহ গ্রেফতার দুই

অ্যাপসের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ঝিনাইদহে অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলা আলাদা স্থান থেকে ওই দুইজনকে গ্রেফতার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেল।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার রামনগর গ্রামের ইয়াহিয়া মুন্সীর ছেলে তাবিবুর রহমান (৩০) ও ডেফলবাড়িয়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী সমাপ্তি খাতুন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার আশিকুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, ডিজিটাল জালিয়াতি চক্রের সদস্যরা আবাবা অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছে- এমন খবরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সত্যতা পাওয়ায় সদরের ভেন্নাতলা এলাকা থেকে তাবিবুর রহমান ও রামনগর এলাকা থেকে সমাপ্তি খাতুন নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, চক্রটি ওই অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করিয়ে দ্বিগুণ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। এই চক্রের বাকি সদস্যরা কম্বোডিয়ায় বসে এটি নিয়ন্ত্রণ করে আসছে।

এ ঘটনায় গ্রেফতার দুইজনসহ ছয়জনকে আসামি করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশারসহ সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]