সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারাল বাঙালি মেয়েরা


ক্রিড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 19-09-2022

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারাল বাঙালি মেয়েরা

নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা।

নতুন ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েদের ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারালো বাংলাদেশ। জোড়া গোল করেন কৃষ্ণা রানি সরকার। অন্য গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। নেপালের হয়ে একমাত্র গোলটি করেছেন অনিতা বাসনেত।

দারুণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের বিরতি পর্যন্ত ২-০ গোলে এগিয়ে যায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। বদলি নামা শামসুন্নাহার জুনিয়র ম্যাচের ১৪তম মিনিটে প্রথম গোলটি করেন। এরপর ৪২তম মিনিটে দলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানি সরকার। ম্যাচের প্রথম থেকেই নেপালের রক্ষণে ভীতি ছড়িয়েছিল বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে সেমিফাইনালের শুরুর দিকে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন স্বপ্না। এদিন শুরুর একাদশে জায়গা পেলেও বেশি ক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি। ১১তম মিনিটে তাঁর জায়গায় নামানো হয় শামসুন্নাহারকে৷।

মাঠে নামার তিন মিনিটের মধ্যে গোল পেয়ে যান শামসুন্নাহার। ডান প্রান্তে মনিকা চাকমা প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে এড়িয়ে দারুণ ক্রস করেন ডি-বক্সের মধ্যে। চোখ ধাঁধানো ফ্লিকে জাল কাঁপান তিনি।

৪২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে থ্রু বল বাড়ান অধিনায়ক সাবিনা খাতুন। তা ধরে ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের কোনাকুনি শটে অঞ্জলির মাথার উপর দিয়ে নিশানা ভেদ করেন কৃষ্ণা।

ম্যাচের ৭০ মিনিটে অনিতা শামসুন্নাহারকে ফেলে সহজেই ঢুকে যান বক্সে। এরপর কোনাকুনি শটে বাংলাদেশের জালে জড়িয়েছেন বল। ৭৭ মিনিটে কৃষ্ণা করেন তার দ্বিতীয় গোল। ৩-১ গোলে শিরোপা জিতে নেয় সাবিনার দল।

ভারতের বিদায়ে এবার বাংলাদেশের মেয়েদের মাধ্যমে নতুন চ্যাম্পিয়নের দেখা পেল দক্ষিণ এশিয়া অঞ্চলের ফুটবল আসরটি। আগের আট দেখায় নেপালকে কখনও হারাতে পারেনি বাংলাদেশ। এবারের সাফে পাঁচ ম্যাচ খেলে সবকটিতে জিতল বাংলাদেশ। নেপালের বিপক্ষে আগের ৮ দেখায় বাংলাদেশের হার ছিল ৬টি, ড্র দুটি। ১৯৯৯ সালে এই নেপালেই প্রথমবার দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল, ২২ বছর পর সেই নেপালেই সেরা হলেন মেয়েরা।

সেমিফাইনালে ভুটানকে অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার পথে বাংলাদেশের মেয়েরা ভারতকে ৩-০, পাকিস্তানকে ৬-০, মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে এসেছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]