বাঘার অসচ্ছল এক পরিবারের যমজ দুই মেধাবী শিক্ষার্থীর পাশে পুনাক


মাসুদ রানা রাব্বানী , আপডেট করা হয়েছে : 03-02-2022

বাঘার অসচ্ছল এক পরিবারের যমজ দুই মেধাবী শিক্ষার্থীর পাশে পুনাক

অসচ্ছল এক পরিবারের যমজ দুই মেধাবী শিক্ষার্থীকে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী জেলা শাখার উদ্যোগে আর্থিক সহায়তা হিসেবে নগদ ষাট হাজার টাকা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে বাঘা থানাধীন মনিগ্রামের এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

পুনাক, রাজশাহী জেলা শাখার পক্ষে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) তাদের হাতে এ অর্থ তুলে দেন। 

শিক্ষার্থী দুইজন হলেন: রাজশাহী বাঘা থানাধীন মনিগ্রামের মোঃ গোলাম সাকলাইন সাজন ও গোলাম রাব্বানী রাজন। 

এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য সিনিয়র অফিসারগণ, বাঘা থানার অফিসার ইনচার্জ, টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি), রাজশাহী শাখার সদস্য মোঃ হাসান রেজা, রাকিব হোসেন ও শিক্ষার্থীদ্বয়ের মা মোছাঃ রুনা লায়লা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, রাজন ও সাজন যমজ দুই ভাই এবং তাদের পিতার নাম মোঃ আব্দুস সামাদ। আব্দুস সামাদ গত পাঁচ বছর ধরে প্যারালাইজড হয়ে শারিরীকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন। তার স্ত্রীসহ যমজ দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার। আব্দুস সামাদ এক সময় কাঠমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন। শারিরীকভাবে অসুস্থ হয়ে যাওয়ায় পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ে। রাজন ও সাজন ২০২১ সালে মনিগ্রাম উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ‘এ প্লাস’ (A+) পেয়ে উত্তীর্ণ হয়েছে। তারা বর্তমানে রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজে এইচএসসিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কলেজে ভর্তি করা ও তাদের পড়াশুনার খরচ চালানো পরিবারটির পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। 

বিষয়টি টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি) নামক একটি সামাজিক সংগঠনের নজরে আসলে উক্ত সংগঠনের সমন্বয়ক গোলাম রাব্বানী অসচ্ছল পরিবারের সেই যমজ দুই মেধাবী শিক্ষার্থীকে সহযোগিতা করার ব্যাপারে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) এর সাথে যোগাযোগ করেন। টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি) মূলত একটি সামাজিক সংগঠন যেটি দেশব্যাপী ইতিবাচক, মানবিক ও সামাজিক কাজের প্লাটফর্ম হিসেবে কাজ করে থাকে। 

এরই প্রেক্ষিতে আর্থিকভাবে অসচ্ছল রাজশাহীর বাঘার এই পরিবারের যমজ দুই মেধাবী শিক্ষার্থী যাতে নির্বিঘ্নে পড়াশুনা চালিয়ে যেতে পারে সেই মানবিক দৃষ্টিকোণ হতে অসচ্ছল পরিবারটির পাশে দাঁড়িয়েছে পুনাক, রাজশাহী জেলা শাখা। ভবিষ্যতেও তাদের পড়াশুনার বিষয়ে পুনাক, রাজশাহী জেলা শাখার সহযোগিতা অব্যাহত থাকবে। 

রাজশাহীর সময় /এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]