রাজশাহীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে তিন দিনব্যাপী শরৎ স্পোর্টস ক্যাম্প শুরু


আবু হেনা : , আপডেট করা হয়েছে : 01-10-2022

রাজশাহীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে তিন দিনব্যাপী শরৎ স্পোর্টস ক্যাম্প শুরু

রাজশাহী মহানগরীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (অটিস্টিক) নিয়ে তিন দিনব্যাপী শরৎ স্পোর্টস ক্যাম্প-২০২২ শুরু হয়েছে। 

শনিবার (১ অক্টবর) সকাল সাড়ে ১২টায় এ্যাড. আব্দুস সালাম টেনিক কমপ্লেক্সে এই শরৎ স্পোর্টস ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও মেয়র পত্নী শাহীন আকতার রেনী। ফাউন্ডেশন ফর উইম্যান এ্যান্ড চাইল্ড এ্যাসিস্ট্যান্স (এফডব্লিউসিএ) আয়োজিত শরৎ স্পোর্টস ক্যাম্পে ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (অটিস্টিক) অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (অটিস্টিক) নিয়ে তিন দিনব্যাপী শরৎ স্পোর্টস ক্যাম্প একটি ব্যতিক্রমী আয়োজন। আমি এই আয়োজনের সার্বিক সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে এফডব্লিউসিএ এ নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম লিপি সহ অন্যান্য গণ্যামান্য ব্যক্তিবর্গ, অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]