সহজ মিষ্টান্ন সন্দেশ বানাবেন যেভাবে


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 02-10-2022

সহজ মিষ্টান্ন সন্দেশ বানাবেন যেভাবে

উৎসব এলেই ঘরে ঘরে খুশির জোয়ার। বিশেষ করে ধর্মীয় উৎসবগুলোতে তা বেড়ে যায় অনেকাংশে। পারিবারিক আড্ডা, খাওয়াদাওয়া সবকিছুতেই থাকে উৎফুল্লতার ছোঁয়া। তবে মিষ্টি ছাড়া যেন জমেই না পারিবারিক আড্ডা ও উৎসব আনন্দ।

এখন চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। তাই উৎসবকে ঘিরে ঘরে ঘরে নানান আয়োজন। এই আয়োজনে যুক্ত করতে পারেন সন্দেশ আইটেম। ডেসার্টটি বানানো খুবই সহজ। জেনে নিতে পারেন কীভাবে বানাবেন পূজা স্পেশাল এই ডেজার্টটি। 

প্রথমে ১ লিটার দুধ জ্বাল দিন। ফুটে উঠলে চুলা বন্ধ করে ৫০ মিলি পানির সঙ্গে ৩ চা চামচ ভিনেগার মিশিয়ে দিয়ে দিন। নাড়তে থাকুন। ছানা তৈরি হলে পানি ঢেলে দিন। এমনভাবে ঢালবেন যেন অতিরিক্ত গরম না থাকে। এবার পাতলা সুতি কাপড়ে মিশ্রণটি ঢেলে ভালো করে পানি ঝরিয়ে নিন।

কাপড় থেকে ছানা বের করে ৫ টেবিল চামচ চিনি, ১ চিমটি এলাচের গুঁড়া ও দেড় টেবিল চামচ কর্ন স্ট্রাচ মিশিয়ে হাত দিয়ে মেখে নিন। মিহি করে নিয়ে গরম কড়াইয়ে দিয়ে দিন। কম আঁচে কয়েক মিনিট নেড়ে নিন। এরপর নামিয়ে ঠান্ডা করুন। পছন্দমতো আকারে তৈরি করে নিন মজাদার সন্দেশ। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]