১৩ Jul ২০২৪, শনিবার, ০১:১৩:৫১ অপরাহ্ন


আ’লীগ নেত্রী জাহানারা বেগমের মৃত্যুতে ডাবলু সরকারের শোক
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২২
আ’লীগ নেত্রী জাহানারা বেগমের মৃত্যুতে ডাবলু সরকারের শোক আ’লীগ নেত্রী জাহানারা বেগমের মৃত্যুতে ডাবলু সরকারের শোক


রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহানারা বেগম আজ রবিবার ভোর রাত্রি ৪ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। 

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রবিবার সকাল ১০টায় তার বাড়িতে উপস্থিত হয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, সদস্য আলিমুল হাসান সজল, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভীন, ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।