১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:১৬:০৩ অপরাহ্ন


জেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২২
জেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আগামী ১৭ অক্টোবর, আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল-এঁর কাপ পিরিচ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার দুর্গাপুর উপজেলার জয়নগর, দেলুয়াবাড়ি, নওপাড়া, কিসমতগণকৈড় ইউনিয়ন পরিষদে, তানোর উপজেলার বাধাইর, তালন্দ ও কামারগাঁ ইউনিয়ন পরিষদে এবং পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়ন পরিষদে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে আমি সবসময়ই আপনাদের সেবায় কাজ করে যাবো। আপনারা যে কোন সমস্যা নিয়ে আমার কাছে আসবেন, আপনাদের সমস্যার সমাধানে আমি সর্বাত্মক চেষ্টা করবো।

তিনি আরো বলেন, জেলা পরিষদে সরকার কর্তৃক যে বরাদ্দ আসবে তা আপনাদের মাঝে সুষম বন্টন করাই হবে আমার কাজ। অতীতের ন্যায় আপনাদের সাথে নিয়ে জেলা পরিষদের সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো।

তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে সরকারের উন্নয়ন কে আরো বেগবান করতে এবং আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিন। আমি বিজয়ী হলে এই বিজয় হবে আপনাদের, এই বিজয় হবে জননেত্রী শেখ হাসিনা’র।

মতবিনিময় সভাগুলোতে সভাপতিত্ব করেন যথাক্রমে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল বাসার, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, কিসমতগণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাধাইর ইউনিয়ন পরিষদের আতাউর রহমান, তালন্দ ইউনিয়ন পরিষদের নাজিমউদ্দীন বাবু, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবীর হাসান।

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রহিম মোল্লা, সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম সেলিম, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শুকুর আলী সরদার, জয়নগর ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৬ নং ওয়ার্ড মেম্বার রাকিবুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আব্দুল মতিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য মুশফিকুর রহমান হাসনাত, খায়রুল বাশার শাহীন, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, আলিমুল হাসান সজল, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রতাপ সরকার, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, রাজশাহী মহানগরের অন্তর্গত ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুল রাজী মিঠু, ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নূর কুতুব আলম প্রমুখ।