২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:১৯:৩২ অপরাহ্ন


রোলারের সঙ্গে ট্রেনের ঘর্ষণ, দুই পা বিচ্ছিন্ন হয়ে কিশোর নিহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২২
রোলারের সঙ্গে ট্রেনের ঘর্ষণ, দুই পা বিচ্ছিন্ন হয়ে কিশোর নিহত ফাইল ফটো


রেলওয়ের স্লিপার ঘেঁষে দাঁড়িয়ে থাকা রোড রোলারের সঙ্গে ট্রেনের ঘর্ষণে দুই পা বিচ্ছিন্ন হয়ে এক কিশোর (১৩) নিহত এবং আরেকজন (১৫) আহত হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের ভিটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত দুই কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথের ভিটিপাড়া এলাকায় সাতখামাইর-কাওরাইদ সড়কের সংস্কারকাজ চলছিল। সড়কে আগে থেকে একটি রোড রোলার দাঁড়িয়ে ছিল। বিকেলে ঢাকাগামী বলাকা এক্সপ্রেসের সঙ্গে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা রোলারের ঘর্ষণ লাগে। এতে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা এক কিশোরের (১৩) দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। আরেক কিশোর রেললাইনের পাশে ছিটকে পড়ে। পা বিচ্ছিন্ন হওয়া কিশোর ঘটনাস্থলেই মারা যায়। অন্য কিশোরকে হাসপাতালে নেয়া হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজিত হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই রোলারচালক পালিয়ে যান। হতাহত দুই কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।