২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০১:১৭:০৮ পূর্বাহ্ন


বিদ্যুতের দাম অপরিবর্তিত
অর্থনীতি ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
বিদ্যুতের দাম অপরিবর্তিত ফাইল ফটো


পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়েনি। আগের দামই বহাল রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করেছিল পিডিবি। সেই আবেদনে সায় দেয়নি বিইআরসি।

এদিকে বিইআরসি সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিদ্যুতের দাম বাড়বে না কমবে সেটা বৃহস্পতিবারই জানা যাবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবেদনের ভিত্তিতে গত ১৮ মে বিদ্যুতের পাইকারি মূল্য নিয়ে গণশুনানি হয়। সেখানে প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করা হয়। 

তিনি বলেন, ভর্তুকি ছাড়া ৫৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। পরবর্তীতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়ার বিষয়টি জানানো হয় সরকারের তরফ থেকে।

বিদ্যুতের দাম বাড়ানোর লক্ষ্যে গত ১৮ মে গণশুনানি হয়েছে। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেয়ার কথা। আগামী ১৪ অক্টোবর এ সময়সীমা শেষ হওয়ার কথা।