২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৪:৩৩ অপরাহ্ন


কাটাখালীতে Tapentadol ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২২
কাটাখালীতে Tapentadol ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার কাটাখালীতে Tapentadol ট্যাবলেটসহ মাদক কারবারী মোঃ আরিফুল ইসলাম(২৩) গ্রেফতার


রাজশাহী মহানগরীর কাটাখালী হতে ২৩৫ পিচ Tapentadol ট্যাবলেটসহ মোঃ আরিফুল ইসলাম(২৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দ পুলিশ (ডিবি)।

শনিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ১০টায় কাটাখালী থানাধীন জাগির পাড়াস্থ পশ্চিমপাড়া আহলে হাদিস বড় জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন জাগির পাড়া গ্রামের মোঃ আরশাদ আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম।

রোববার (১৬ অক্টাবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নিজ নিজ মোটরসাইকেল যোগে কাটাখালী থানাধীন জাগির পাড়াস্থ পশ্চিমপাড়া আহলে হাদিস বড় জামে মসজিদের সামনে ইট বিছানো রাস্তার উপর একজন মাদকদ্রব্য Tapentadol ট্যাবলেট নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১০টায় সেখানে অভিযান চালিয়ে ২৪(চব্বিশ) পাতা Tapentadol ট্যাবলেট, যাহার ২৩ টি পাতায় ১০ পিচ করিয়া ২৩০ পিচ এবং ১টি কাটা পাতায় ৫ পিচ, মোট (২৩০+০৫)=২৩৫(দুইশত পঁয়ত্রিশ) পিচ, পাতাসহ ওজন-৯৪(চুরানব্বই) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য Tapentadol ট্যাবলেটসহ হাতে নাতে মোঃ আরিফুল ইসলাম গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত Tapentadol ট্যাবলেটের আনুমানিক মূল্য-৪৭,০০০/- টাকা।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক Tapentadol ট্যাবলেট অপর মাদক কারবারী রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন জাগিরপাড়া গ্রামের মোঃ মুনসুর রহমানের ছেলে মোঃ মাহফুজুর রহমান(২৪) এর কাছ হতে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।। 

অভিযান পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মীর্জা মোঃ আব্দুস ছালাম সঙ্গীয় অফিসার এসআই/এ.এস.এম সাইদুজ্জামান ও সঙাগীয় ফোর্স।

এ সংক্রান্তে কাটাখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।