২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:৪৯:২৬ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূলহোতা গ্রেফতার
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ১৭-১০-২০২২
নারায়ণগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূলহোতা গ্রেফতার নারায়ণগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূলহোতা গ্রেফতার


নারায়ণগঞ্জে জেলার বন্দর এলাকা হতে ১টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূলহোতা মোঃ ইব্রাহীম (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা পোনে ৭টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চোর চক্রের মূলহোতা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বন্দর ঝাওতলা গ্রামের মৃত আঃ জলিলের ছেলে মোঃ ইব্রাহীম।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় চোর চক্রের মূলহোতা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোঃ ইব্রাহীমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান, গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে উক্ত গাড়ির চ্যাসিজ নম্বর, ইঞ্জিন নম্বর পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।