২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:২৯:০০ অপরাহ্ন


বাগাতিপাড়ায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২২
বাগাতিপাড়ায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন বাগাতিপাড়ায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন


"বছরে ঈঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন,খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ" এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় মাস ব্যাপী (১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর) ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারের আয়োজনে কৃষি প্রশিক্ষণ হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

এসময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোজাহার আলী প্রমুখ।