২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৯:৪৫:১৭ অপরাহ্ন


সূর্যগ্রহণের দিনে WhatsApp-গ্রহণ! সম্পর্কটা কী? টুইটারে ভরে গেল সম্ভাব্য ‘উত্তর’
এম ‍সিয়াম:
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২২
সূর্যগ্রহণের দিনে WhatsApp-গ্রহণ! সম্পর্কটা কী? টুইটারে ভরে গেল সম্ভাব্য ‘উত্তর’ সূর্যগ্রহণের দিনে WhatsApp-গ্রহণ! সম্পর্কটা কী? টুইটারে ভরে গেল সম্ভাব্য ‘উত্তর’


মঙ্গলবার সকাল থেকেই অঘটন। হঠাৎ করেই থেমে গিয়েছে WhatsApp। ফলে নেটিজেনরা পড়েছে ব্যাপক বিপদে। উৎসবের মরশুম চলছে। ফলে শুভেচ্ছাবার্তা পাঠানোর ধুমও লেগে রয়েছে। তার মধ্যেই হঠাৎ করে এভাবে WhatsApp বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বুঝে উঠতে পারছেন না কী করবেন।

আরও বেশি করে সমস্যা হয়েছে, এখন বহু মানুষের কাছেই খবরের সূত্র WhatsApp। তাঁরাও বুঝে উঠতে পারছেন না এর পরে কী করবেন। তাই হঠাৎ করে বিরাট অংশের মানুষ দৌড়েছেন টুইটার বা অন্য সোশ্যাল মিডিয়াগুলির দিকে।

এক দিকে যেমন এই নিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন, অন্য দিকে এর থেকে তৈরি হয়েছে রসিকতার বাতাবরণও। টুইটারে যে রসিকতাটি সবচেয়ে বেশি চলছে, তা হল, ‘সূর্যগ্রহণের জন্য WhatsApp-গ্রহণ’ শুরু হয়েছে’। তবে এর পিছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। পুরোটাই রসিকতা করে বলা।