১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:১২:০৭ পূর্বাহ্ন


রাজশাহীতে যক্ষা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবু হেনা:
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২২
রাজশাহীতে যক্ষা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে যক্ষা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


রাজশাহীতে যক্ষা নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরমা দত্ত। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছেন। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করে দেশের প্রত্যন্ত অঞ্চলের  মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। যেখানে প্রাথমিক পর্যায়ে সকল স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব হয়েছে।

তিনি বলেন, যক্ষা বায়ুবাহিত রোগ। শিশু কিংবা বয়স্ক যেকোন বয়সে এ রোগ হতে পারে। দুই সপ্তাহের বেশি কাশি থাকলে শীঘ্রই যক্ষা পরীক্ষা করতে হবে। ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূলে বদ্ধপরিকর সরকার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যক্ষা নির্মূল করা সম্ভব। সেলক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। এটি নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি, চিকিৎসক স্বাস্থ্য কর্মীসহ সকলকে ভূমিকা রাখতে হবে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর অধীনে আইসিডিডিআরবি যক্ষ্মা নির্ণয় ও চিকিৎসা কেন্দ্রে বিনামুল্যে উন্নতমানের ডিজিটাল এক্সরে এবং জিনএক্সপার্ট পরীক্ষার মাধ্যমে ফুসফুস ও ফুসফুস বহির্ভূত যক্ষ¥া নির্ণয় করা হয়। দেশে বিভিন্ন স্থানে সরকার যক্ষা রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে। গ্রাম কিংবা শহরে সর্বত্র এ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো দরকার। যক্ষ্মা নির্মূলে সম্মিলিত প্রচেষ্টায় সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নিজ নিজ মন্ত্রণায়ণের অধীন সকল সংসদ সদস্যদের এ বিষয়ে ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে তিনি আরও জানান।

এন্ডিং টিবি ফ্রম বাংলাদেশ থ্রু এনগেজমেন্ট অফ পার্লামেন্টারিয়াল এন্ড স্ট্রাটেজিক স্টেক হোল্ডারস প্রকল্প এবং ইউএআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ কার্যক্রমের আয়োজনে স্টপ টিবি পার্টনারশিপ এর আওতাধীন চ্যালেঞ্জ ফ্যাসিলিটি ফর সিভিল সোসাইটি রাউন্ড-১০। ইউএসএআইডি ও গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিলোসিস এন্ড ম্যালেরিয়া এর সহযোগিতায় এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাবিবুল আহসান তালুকদার, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক। সারাদেশে যক্ষ্মার সার্বিক পরিস্থিতি বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন আইসিডিডিআরবি ইউএসএইড এর টেকনিক্যাল এ্যাডভাইজার ডাঃ আহসানুল ইসলাম। 

মতবিনিময় সভায় রাজশাহীর বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সমাজসেবা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা, পরিচালক স্বাস্থ্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, প্রিপ ট্রাস্টের ডেপুটি ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড এডমিনিস্ট্রেশন শরীফ উদ্দিন আহমেদ ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।