১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:৫৭:৪৩ পূর্বাহ্ন


পর্নোগ্রাফিতে মজেছেন নান ও যাজকদের একাংশ, পোপ ফ্রান্সিস
এম সিয়াম:
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২২
পর্নোগ্রাফিতে মজেছেন নান ও যাজকদের একাংশ, পোপ ফ্রান্সিস পর্নোগ্রাফিতে মজেছেন নান ও যাজকদের একাংশ, পোপ ফ্রান্সিস


পর্নোগ্রাফিতে মজেছেন নান ও যাজকদের একাংশ। পোপ ফ্রান্সিস আজ ভ্যাটিকানে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন। তাঁর কথায়, এর ফলে তাঁদের নৈতিক ও আধ্যাত্মিক শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। 

আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ডিজিটাল মাধ্যমকে কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে একটি আলোচনা সভায় আজ অংশ নেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটা সীমারেখা টানা দরকার। এই সব প্রযুক্তির বিকল্প বের করা দরকার। জীবনকে অনাবশ্যক প্রযুক্তির ব্যবহার থেকে মুক্ত রাখা জরুরি।’

এই প্রসঙ্গেই আসে পর্নোগ্রাফির প্রতি আসক্তির বিষয়টি। ইন্টারনেট এবং মোবাইল আসার পর যা হাতের মুঠোয় চলে এসেছে। তিনি বলেন, এই আসক্তি থেকে নান, যাজকেরাও মুক্ত নন। নানা অবকাশে তিনি তাঁদের এগুলি না দেখতে সতর্ক করেছেন।

৮৬ বছর বয়সি পোপের বক্তব্য, এগুলি হৃদয়ের পরিশুদ্ধতাকে বিনষ্ট করে। এভাবে শয়তান মনে বাসা বাঁধে। নান, যাজকদের উদ্দেশে তাঁর আহ্বান, ফোন থেকে এগুলি ডিলিট করে দিন।