১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৩:০২:২৫ অপরাহ্ন


নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
বাগাতিপাড়া (নাটোর), প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২২
নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা


নাটোরের বাগাতিপাড়ায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে এবং জঅই-৫, সিপিসি-২ এর একটি টিমের সহায়তায় রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার খিদির মালঞ্চী, বেগুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানাযায়, সোমবার রাতে উপজেলার খিদির মালঞ্চী এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করেন। এসময় মিজানুর গুড় ভান্ডারের স্বত্বাধিকারী মিজানুরকে ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়া করণের অপরাধে ৩০ হাজার টাকা এবং একই ধারায় বেগুনিয়া এলাকার হোসনেয়ারা গুড় ভান্ডারের স্বত্বাধিকারী হোসনেয়ারাকে ১ লাখ টাকাসহ মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় ২৪ হাজার ৭০০ কেজি ভেজাল গুড়, ৬ হাজার ৫০০ কেজি ভেজাল চিনির সিরাপ, ৫ কেজি চুন এবং ৩ কেজি ফিটকিরি জব্দ করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ।