২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৩৮:২২ অপরাহ্ন


বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির শঙ্কা
ক্রীড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২২
বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির শঙ্কা ফাইল ফটো


সুপার টুয়েলভের দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ। যদিও পরবর্তী দুই ম্যাচ খুবই কঠিন হতে যাচ্ছে। আগামী ২ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আর ৬ নভেম্বর পাকিস্তান। অ্যাডিলেডে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত ম্যাচটিতে দেখা দিয়েছে বৃষ্টির শঙ্কা।

অস্ট্রেলিয়ার স্থানীয় আবহাওয়াবার্তা বলছে, বৃষ্টি এসে উভয় দলের জন্য সেমির লড়াই আরও কঠিন করে দেবে।  

গতকাল রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গেছে ভারত। এর মাঝে আবহাওয়া বার্তা বলছে, বাংলাদেশ-ভারতের ম্যাচের দিন অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা ৬০%।  স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। বাংলাদেশ সময় দুপুর ২টায়। সারাদিনই অ্যাডিলেডের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। একই সঙ্গে ওয়ার্ল্ডওয়েদার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রাতে বৃষ্টি দাপট বাড়তে পারে।

ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে নিতে হবে। সেক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে ৫। তব রান রেটে বাংলাদেশর চেয়ে অনেক এগিয়ে ভারত। শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই রোহিত শর্মারা সেমিফাইনালে চলে যাবেন। বৃষ্টিতে ম্যাচ যদি পণ্ড হয় আর বাংলাদেশ যদি একই সমীকরণে সেমিতে যেতে চায়, তাহলে রান রেট বাড়িয়ে অবশ্যই পাকিস্তানকে হারাতে হবে। রান রেট বাড়াতে না পারলে কিছুই হবে না।